মাওলানা মুফতি মছিহ্ উল্লাহ মির্জাপুরী খেদমত পরিষদের উদ্যোগে গত ১৮ মার্চ মির্জাপুর দরবার শরীফে হযরত শাহ্ ছুফি মাওলানা ছৈয়দ মছিহ্ উল্লাহ (ক.) মির্জাপুরী প্রকাশ বড় মাওলানা ছাহেব’র ১০৪ তম বার্ষিক ওরশ শরীফ খাদেমুল ফোকরা মাওলানা ছৈয়দ বদিউল আলম (রহ.) এর পক্ষে শাহজাদা মাওলানা ছৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আবদুস সালাম আজাদ, মোঃ বদশা আলম, মোঃ খোরশেদ আলম, মোঃ হেলাল, মোঃ আবছার, ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কালা মিয়া, সৈয়দ জিনান, সাজ্জাদ হোসাইন, মোঃ রাকিব প্রমুখ। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৯টায় রওজা শরীফ গোসল, বাদে যোহর খতমে কোরআন, বাদে মাগরিব মির্জাপুরী (কু.ছি.আ.)’র জীবনী আলোচনা, মিলাদ শরীফ ও মোনাজাত, বাদে এশা তবরুক বিতরণ এবং জিকিরে ছেমা মাহফিল। বিজ্ঞপ্তি