বায়েজিদ থানাস্থ কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফের প্রাণপুরুষ আল্লামা কাযী আহসানুজ্জামান হাশেমী (রহ:) ৫৫তম ও ফকিহে বাঙাল আল্লামা কাযী আমিনুল ইসলাম হাশেমী’র ১৮তম বার্ষিক ওরশ শরীফের ২য় দিনে আল আমিন হাশেমী দরবারের সাজ্জাদানশীন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র প্রেসিডিয়াম সদস্য আল্লামা কাযী মোহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (ম:জি:আ:) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফলমন্ডিস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স তৈয়্যবীয়া ফার্মের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও অলি প্রেমিক মোহাম্মদ আলী হোসেন আরিফ। উপস্থিত ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের শাহজাদা মাওলানা কাযী আশিকুর রহমান হাশেমী মুজিব, পীরে তরিকত্ব আল্লামা কাযী শাহেদুর রহমান হাশেমী, শাহজাদা হাফেজ মাওলানা কাযী খালেদুর রহমান হাশেমী (ম:জি:আ:), শাহজাদা মাওলানা সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা সাকিব হাশেমী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সিনিয়র মোহাদ্দেস অধ্যাপক হাফেজ আল্লামা আনিসুজ্জামান আল কাদেরী, আল্লামা শিব্বির আহমদ ওসমানী, চট্টগ্রাম জজ কোর্ট’র সিনিয়র উকিল মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আব্দুর রহিম সওদাগর প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী হোসেন আরিফ বলেন, আল্লামা কাযী আহছানুজ্জামান হাশেমী (রহ:) আজীবন মাযহাব মিল্লাত ও দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন তাঁরই ধারাবাহিকতায় তার সুযোগ্য আওলাদ বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ফকিহে মিল্লাত আল্লামা কাযী আমিনুল ইসলাম হাশেমী (রহ:) আজীবন মাযহাব মিল্লাত, তরিক্বত ও দ্বীনি শিক্ষা বিস্তারে অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করে যে ইসলামের আলো প্রজ্জোলিত করে গেছেন তা ইতিহাসে বিরল। আখেরী মোনাজাত শেষে মেহমানদের মধ্যে সেহেরী পরিবেশন করার মাধ্যমে ২য় দিনের মত কার্যক্রমের সমাপ্তি করেন। বিজ্ঞপ্তি