শিল্পচর্চার মাধ্যমে মনস্তাত্ত্বিক মুক্তি ও স্বতঃস্ফূর্ততা পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহীদ মুনীর চৌধুরীকে স্মরণ করে প্রথমবারের মতো মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব-২০২৫ আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে লক্ষীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, বান্দরবান, কুমিল্লা ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি সহ মোট ১১টি জেলার শিল্পকলা একাডেমির পরিবেশনায় ৬দিন ব্যাপী নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১৩ ফেব্রæয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ’র এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জুলাই-২৪ গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহিদ মো. ওয়াসিম আকরাম এর পিতা মো. শফিউল আলম।
উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আবুল বাশার মো. জিয়াউল হক ভুঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ। শেষে লক্ষীপুর জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় প্রদর্শিত হয় নাটক ‘তীর্থঙ্কর’।
নাটকটি রচনা করেন নাট্যকার সামিনা লুৎফা নিত্রা এবং নির্দেশনায় ছিলেন মো. তানবীর হাসান। আজ ১৪ ফেব্রæয়ারি বিকাল ৫টায় ফেনী এবং সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিবেশনায় নাটক পরিবেশিত হবে। ১৫-১৮ ফেব্রæয়ারি প্রতিদিন সন্ধ্যা ৬.১৫ মিনিটে দুটি জেলার নাটক পরিবেশিত হবে। বিজ্ঞপ্তি