মুনাজাতে বিশ্ববাসীর শান্তি কামনা

18

ফটিকছড়ি প্রতিনিধি

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে আধ্যাত্মিক সাধক গাউছুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.) (প্রকাশ বাবা ভান্ডারী) এর ওফাত দিবস ৫ এপ্রিল ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে পালিত হয়েছে। মাহে রমজানে লাখো ভক্তের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও জিকির শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা  করেন সাজ্জাদানশীন শাহ ছ‚ফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (ম.)। এ সময় নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ ন‚রুল বশর মাইজভান্ডারী উপস্থিত ছিলেন। ওরশ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল বিভিন্ন কর্মস‚চী পালন করে। কমস‚র্চীর মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজায় গিলাফ চড়ানা, পুস্পস্তবক অর্পণ, বাবাভান্ডারী জীবন দশনের ওপর আলাচনা, ওয়াজ-মিলাদ।
সরেজমিনে দেখা যায়, ওরশ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে আশেকান ও ভক্তবৃন্দ যানবাহন যোগে দরবার শরীফে এসেছিল। ওরশ শরীফে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজলা প্রশাসন, থানা পুলিশ, নাজিরহাট হাইওয়ে পুলিশ, গাউছিয়া রহমান মঞ্জিলে স্বেচ্ছাসেবকরা আইন শৃংখলা রক্ষার্থে দায়িত্ব পালন করে।
এদিকে ওরশ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান, মাইজভান্ডার ওরশ কমিটির চেয়ারম্যান, সাবেক এসপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।