মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে উত্তর সর্ত্তায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

41

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাউজান উপজেলার উত্তর সর্ত্তা সার্বজনীন মঙ্গলময়ী কালী বাড়িতে হিন্দু কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক গণশিক্ষা স্কুলে আলোচনা সভা ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান গতকাল ১৬ মার্চ সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মঙ্গলময়ী কালী বাড়ি পরিচালনা পরিষদের সভাপতি সমাজসেবক শিবু প্রসাদ দত্তের ব্যক্তিগত উদ্যোগে গণশিক্ষা স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলময়ী কালী বাড়ি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ দত্ত, চন্দন সুভাস দত্ত, কাজল দত্ত, ডা. সুমন কুমার শীল, শিক্ষিকা টুম্পা শীল প্রমুখ। বিজ্ঞপ্তি