জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সহযোগিতায় ফ্রি বাস সার্ভিসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি। এ উপলক্ষে গতকাল শনিবার রাউজান বাস টার্মিনাল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজসহ সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি ও রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ হোসেন কোম্পানীর সভাপতিত্বে রাউজান বাস স্টেশনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান। সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইউনুছ মিয়া, মনছুর রহমান চৌধুরী, মনিুরুল ইসলাম চৌধুরী, কাজী মো.জামাল উদ্দিন, আবদুচ ছালাম, নবীদুল আলম প্রমুখ। -রাউজান প্রতিনিধি