মুজিববর্ষ এবিসি গ্রূপ গল্ফ টুর্নামেন্ট সম্পন্ন

28

মুজিববর্ষ উপলক্ষ্যে চারদিন ব্যাপী এবিসি গ্রূপ প্রফেশনাল গল্ফ ও দুইদিন ব্যাপী গল্ফ টুর্নামেন্ট ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে গতকাল সম্পন্ন হয়েছে। এবিসি গ্রূপের পৃষ্ঠপোষকতায় সকালে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল এসএম মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট (কান্ট্রি) মিয়া এম এ রহিম, গল্ফ ক্যাপ্টেন লিয়াকত আলী চৌধুরী, এবিসি গ্রূপের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, বাংলাদেশ প্রফেশনাল গল্ফ অ্যাসোসিয়েশনের সভাপতি লে. কর্নেল খন্দকার আব্দুল ওয়াহেদ (অব.), সহ-সভাপতি তাহের জামিল চৌধুরী, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া (অব.) সহ উধর্বতন কর্মকর্তাবৃন্দ।
এই টুর্নামেন্টে মোট ২১৩ জন দেশি-বিদেশি গল্ফার অংশগ্রহণ করেন। উল্লেখ্য, একই দিনে প্রফেশনাল গল্ফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে ১৩ লক্ষ টাকা প্রাইজমানি প্রদান করা হয়। টুর্নামেন্টে পার থেকে ১০ কম খেলে মো. বাদল হোসাইন উইনার হয়ে ১ লক্ষ ৪৫ হাজার টাকার প্রাইজমানি, পার থেকে ৫ কম খেলে মো. জাকিরুজ্জামান জাকি রানার আপ হয়ে ৯০ হাজার টাকা, পার থেকে ৪ কম খেলে মো. আকবর হোসাইন সেকেন্ড রানার আপ হয়ে ৮০ হাজার টাকা, এবং পার থেকে ৭ বেশি খেলে মো. শাহ জামাল অ্যামেচার চ্যম্পিয়ান হয়। প্রফেশনাল গল্ফ টুর্নামেন্টে দেশের সেরা ৮২ জন প্রফেশনাল ও ১৫ জন অ্যামেচার সহ সর্বমোট ৯৭ জন অংশগ্রহণ করেছেন। রাতে বিপুল সংখ্যক গল্ফার ও মেম্বারদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল এস এম মতিউর রহমান। স্পন্সরের পক্ষ থেকে বক্তব্য রাখেন এবিসি গ্রূপ এর চেয়ারম্যান শওকত আলী চৌধুরী এবং বাংলাদেশ প্রফেশনাল গল্ফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রফেশনাল গল্ফ অ্যাসোসিয়েশনের সভাপতি লে. কর্নেল খন্দকার আব্দুল ওয়াহেদ (অব.)। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদউদ্দিন ও প্রফেশনাল গল্ফ টুর্নামেন্টের ডাইরেক্টর বাংলাদেশ প্রফেশনাল গল্ফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তাহের জামিল চৌধুরী। বিজ্ঞপ্তি