মুছা মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

23

উত্তর জেলা আওয়ামী লীগের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি, রাউজানের কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কদলপুর ইউনিয়ন সংগ্রাম পরিষদের নেতা, প্রাক্তন ইউপি চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক মুছা মিয়া চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুছা মিয়া চৌধুরী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে-স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডদের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। এতে মরহুমের শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য তার পুত্র মোহাম্মদ ইমরান মিয়া চৌধুরী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি