‘মুক্তি পাবে’ খবরে কারাগারের সামনে স্বজনদের ভিড়

61

নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন মামলায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। নির্বাচনের পর আদালত থেকে জামিন নিয়ে এসব নেতাকর্মীরা বের হতে শুরু করেছে। গতকাল পর্যন্ত অন্তত ৫০ জন নেতাকর্মী কারাগার থেকে মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল সূত্র। এদিকে মুক্তি পাবে এমন সংবাদে কারাগারের সামনে ভিড় করেছে স্বজনরা। গতকাল শুক্রবার সকালে কারাগারের সামনে প্রচুর লোকের ভিড় পড়ে যায়।
নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘আমাদের অনেক নেতাকর্মীকে এই কয়েকদিনের মধ্যে নির্বাচনী গায়েবী মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের মাধ্যমে এসব নেতাকর্মীদের জামিনের জন্য আইনজীবীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ৫০ জনের মতো জামিন হয়েছেন। শুক্রবারও ১২ জনের কারাগার থেকে মুক্ত হওয়ার কথা ছিলো।’
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচনকে ঘিরে অন্তত দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে ২০টি। এসব মামলায় এক হাজারের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।