মুক্তিযোদ্ধা নুর-উন-নবী খান স্মরণসভা

82

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নিবন্ধিত সংগঠন ‘মুক্তিযুদ্ধকে জানো’র উপদেষ্টা প্রখ্যাত মুক্তিযোদ্ধা প্রয়াত লে. কর্ণেল (অব.) এস.আই.এম. নুর-উন-নবী বীরবিক্রম স্মরণে এক সভা মুক্তিযুদ্ধকে জানো সংগঠনের উদ্যোগে গত ১৮ অক্টোবর পাঠানটুলী খান সাহেব বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধকে জানো চট্টগ্রাম মহানগর আহব্বায়ক কমিটির সদস্য সচিব সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সাবেক সেনাবাহিনী প্রধান ও রাষ্ট্রদূত এবং সংগঠনের উপদেষ্টা লে. জেনারেল এম হারুন অর রশীদ-বীর প্রতীক। আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকে জানো’র চট্টগ্রাম মহানগর আহব্বায়ক কমিটির আহব্বায়ক দোস্ত মোহাম্মদ, যুগ্ম আহব্বায়ক লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, চট্টগ্রাম সমন্বয়ক অ্যারসাদ হোসেন, চন্দনাইশ উপজেলা আহব্বায়ক কমিটির আহব্বায়ক শিক্ষানুরাগী আহসান ফারুক, ডাবলমুরিং থানা কমিটির সদস্য সচিব নিয়াজ আহমদ খান, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন, এডভোকেট টিপু শীল জয়দেব, রহিম দাদ খান ও ফয়সাল রেজা। সভার শুরুতে সংগঠনের উপদেষ্টা প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা লে. কর্ণেল (অব.) এস.আই.এম. নুর-উন-নবী খান বীর প্রতীক-এর স্মরণে অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি