মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম উত্তর জেলা বিএলএফ কমান্ডার, যুবলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম উদ্যোক্তা, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম এবং সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। নেতৃবৃন্দ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম দীর্ঘদিন যাবত ইউইয়র্কে বসবাস করছেন। ৩০ মার্চ নিউইয়র্ক সময় বেলা সাড়ে ৩টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…. রাজেউন)। বিজ্ঞপ্তি