মুক্তিযোদ্ধা আবদুস সবুর খানের ৫৩তম শাহাদাৎবার্ষিকী কাল

1

মহান মুক্তিযুদ্ধের বীর সম্মুখযোদ্ধা আবদুস সবুর খানের ৫৩তম শাহাদাৎবার্ষিকী আগামীকাল ২৯ নভেম্বর। এ উপলক্ষে জন্মভূমি চন্দনাইশ উপজেলার বরমা গ্রামের খানবাড়িতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, শহিদ আবদুস সবুর খানের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, জেয়ারত, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ইত্যাদি।
উল্লেখ্য, আবদুস সবুর খান বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চাকরি থেকে ইস্তাফা দিয়ে দেশে ফিরে জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নেন। ২৯ নভেম্বর তৎকালীন পটিয়া থানার বশরতনগরে সম্মুখযুদ্ধে শাহাদাৎবরণ করেন। বিজ্ঞপ্তি