নগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী এলাকায় একটি সাজনা গাছ কেটে ফেলার ঘটনায় সন্ত্রাসী কর্তৃক মুক্তিযোদ্ধা মৃত নুর আলী কমান্ডারের পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও সন্তান কমান্ড। বিবৃতিদাতারা হলেন-সংসদের মহানগর ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারি কমান্ডার এফ.এফ আকবর খান, সকল থানা কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী রাজিশ ইমরান, যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান সজীব, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেনসহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বিবৃতিদাতারা বলেন, গত ২২ মার্চ হামলায় মুক্তিযোদ্ধার সন্তান মো. শফি (৩৮), মো. এনামুল হক (৩২), নুর আক্তার (৪২) ও কমান্ডারের নাতনী আঞ্জু আক্তার (১৮) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানোর পর তিন জনকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দিলেও রক্তাক্ত জখম মো. শফিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গুরুতর আহত মো. শফিকে নগরীর ও.আর.নিজাম রোডস্থ সিএসসিআর হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সিএসসিআর’এ চিকিৎসাধীন। বিজ্ঞপ্তি