সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হকের কবর ভাঙচুর ও পরিবারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রী দিলদার বেগম ও পুত্রবধূ আয়েশা বেগম গুরুতর আহত হন। গত শনিবার মামলা পরবর্তী এ ঘটনায় মডেল থানা পুলিশ অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। গ্রেপ্তার আসামিরা হলেন পশ্চিম আমিরাবাদ সীতাকুন্ড পৌরসদরের মৃত আবুল হোসেনের পুত্র আনোয়ার ইসলাম (৫৫) ও মৃত আক্তারুজ্জামানের পুত্র মো. তারেক (২০)।
মামলা সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের দিন রাতে ঝড়ো হাওয়ায় কবরস্থানের একটি বড় গাছ মুক্তিযোদ্ধা মাহবুবুল হকের কবরে পড়ে কবরের ঘেরা-বেড়া ভেঙে পড়ে। মুক্তিযোদ্ধার পরিবার গাছটি কেটে কবর সংস্থার করতে গেলে দুর্বৃত্তরা বাধা প্রদান করে। পরে এলাকাবাসীর সিদ্ধান্তে মুক্তিযোদ্ধার ভাইপো কবরে পাকা দেয়াল দিতে গেলে দুর্বৃত্তরা কবরের দেয়াল, সাইন বোর্ড ভেঙে রাম দা, রড ও বাঁশ নিয়ে তাকে ধাওয়া করে। এরপর সে মুক্তিযোদ্ধার ঘরে প্রবেশ করলে সেখানে গিয়ে দুবৃত্তরা উপর্যুপরি মুক্তিযোদ্ধার স্ত্রী ও পুত্রবধূকে মারধর করে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধার স্ত্রী দিলদার বেগম বাদী হয়ে সীতাকুন্ড থানায় মামলা দায়ের করলে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
এসব বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধার কবর ভাঙচুর ও পরিবারের উপর হামলার বিষয়টি প্রথমে আমি অভিযোগ আকারে রুজু করে উপ-পরিদর্শক মঞ্জুকে তদন্তের নির্দেশ প্রদান করি। এরপর তদন্তকারী কর্মকর্তা অভিযোগের সত্যতা পেয়ে আমাকে অবগত করলে আমি অভিযোগটি মামলায় রূপান্তর করি। পরে ঘটনার সাথে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি। গ্রেপ্তারকৃত আসামিরা আগে থেকেও একাধিক মামলার আসামি।