মুক্তিযোদ্ধাদের কঠোর আন্দোলনের হুমকি

5

নিজস্ব প্রতিবেদক

দুই প্রখ্যাত মুক্তিযোদ্ধাকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং সাদা দাড়ি নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর বিরুদ্ধে। মুক্তিযোদ্ধারা এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে উল্লেখ করে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা তাদের অবস্থান পরিষ্কার করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ আবুল বশর মাস্টার।
তিনি বলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মাস্টার মাহবুবুল আলম চৌধুরী এবং বজল আহমদকে নিয়ে চরম অপমানজনক মন্তব্য করেছেন। এমনকি মুক্তিযোদ্ধাদের সাদা দাড়ি নিয়ে কট‚ক্তি করেছেন, যা ধর্মীয় অনুভ‚তিতে আঘাত হানে।
তিনি আরও জানান, ২৮ ডিসেম্বর পাইন্দং ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠনকালে জহির আজম স্থানীয় নেতাদের সম্পৃক্ত না করে নিজের স্বার্থে একটি পকেট কমিটি গঠন করেন। এর প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কট‚ক্তি করা হয়। এটি দেশের সব মুক্তিযোদ্ধার জন্য অপমানজনক।
মুক্তিযোদ্ধারা দাবি করেন, জহির আজমকে অবিলম্বে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। একইসঙ্গে তিনি যেন তার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। অন্যথায় মানববন্ধন, সমাবেশ ও অনশনের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মো. কামাল, মুহম্মদ নজরুল ইসলাম চৌধুরী, ফজল আহমদ, মুন্সি মিয়া, মোহাম্মদ হারুন, এজাহার মিয়া, মোহাম্মদ শফি, আব্দুল হামিদ, মো. সোলাইমান, আমিনুল হক এবং আবুল কালাম প্রমুখ।