গত ২৫ ডিসেম্বর বুধবার মাদারবাড়ী উদয়ন গলি বালুর মাঠে মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পন্সর তাজেদার মাদিনা মডেল সুন্নিয়া মাদ্রাসা এর সহযোগিতায় আয়োজিত বীর মুক্তিযোদ্ধা স্মৃতি অ-১২ ফুটবল টুর্নামেন্টে ‘ক’ গ্রæপ থেকে মরহুম অলি আহমদ স্মৃতি সংসদ ও ‘খ’ গ্রুপ থেকে মরহুম বাদশা মিয়া স্মৃতি সংসদ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
আজ দিনের প্রথম খেলায় মরহুম বাদশা মিয়া স্মৃতি সংসদ বনাম মরহুম নুরুল ইসলাম স্মৃতি সংসদ খেলায় বাদশা মিয়া স্মৃতি ২-০ গোলে প্রতিপক্ষকে হারিয়ে যোগ্যতা অর্জন করে। সেরা খেলোয়াড় তৌসিফ-কে পুরস্কার প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর ডাঃ মোঃ সাইফুল ইসলাম। দিনের দ্বিতীয় খেলায় গতবারের চ্যাম্পিয়ন মরহুম আবুল বশর স্মৃতি সংসদ ২-০ গোলে মরহুম আলী আহমদ স্মৃতি সংসদ-কে পরাজিত করে। উক্ত খেলায় শুভ ও ফারহান আবুল বশর স্মৃতি সংসদ এর পক্ষে ১টি করে গোল করেন। বিজয় দলের খেলোয়াড় ফারহান-কে ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস।