গত ১৪ জানুয়ারি মঙ্গলবার রাতে ক্লাব এর অস্থায়ী কার্যালয়ে মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব এর মাসিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আসলাম হোসেন, সহ সভাপতি এড মাহাবুব আলম, মোঃ জাহাঙ্গীর আলম মোঃ জাহিদুর রহমান, মোঃ আলমগীর হোসেন রনি, মোঃ ইদ্রিস, মোঃ নাবেদুর রহমান মিজান, মোঃ জহির হোসেন, মোঃ আফজালুর রহমান রবিন,মোঃ হোসেন, মোঃ মামুন হোসেন, জাকারিয়া আলম ও এন. কবির। মহান বিজয় দিবস ও মুক্তকন্ঠ ক্লাব এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের সফল সমাপ্তিসহ সদস্যদের পরিবারসহ আগামী ৩০-৩১ জানুয়ারী, ২০২৫ এর বার্ষিক বনভোজন সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে আসলাম হোসেন-কে চেয়ারম্যান, মোঃ জাহাঙ্গীর আলমকে সদস্য-সচিব করে ৭ সদস্য কমিটি অনুমোদন এবং মাসব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা ও সিন্ধান্ত গৃহীত হয়।