মুক্তকন্ঠ ক্লাবের অনূর্ধ্ব-১২ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

1

মুক্তকন্ঠ ক্লাব অ-১২ ফুটবল এর চ্যাম্পিয়ন হয়েছে বাদশা মিয়া স্মৃতি সংসদ। ফাইনাল খেলায় অলি আহমদ স্মৃতি সংসদকে সাডেন ডেথ-এ ১-০ গোলে পরাজিত করে বাদশা মিয়া স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন কওে, গোলদাতা বিজয়ী দলের নাদিম। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। বৃহস্পতিবার বিকেলে মাদারবাড়ী উদয়ন গলি বালুর মাঠে মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাজেদারে মাদিনা মডেল সুন্নিয়ন মাদ্রাসার সৌজন্যে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি অ-১২ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপি’র সাবেক সভাপতি কল্লোল সংঘের সহ-সভাপতি হাজী মোঃ সালাউদ্দীন, শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্লাহ মনির, জাসস চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ফুটবলার এম.এ. মুছা বাবলু, জেলা সমাজসেবা সমিতির কোষাধ্যক্ষ মঞ্জুর আলম, স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক মোঃ জাহেদ হোসেন শোভন, মাদারবাড়ী উদয়ন সংঘের মহিলা সম্পাদিকা কামরুন্নেছা আনিস, ওমান চট্টগ্রাম স্পোর্টস ক্লাবের সভাপতি টিপু সুলতান ও মাঝিরঘাট ট্রাক-ড্রাইভার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ, অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ। এতে আরো উপস্থিত ছিলেন এড. মাহবুব আলম, আলমগীর হোসেন রনি, মোঃ জাহাঙ্গীর আলম, সরোয়ার আজাদ, মোঃ ইদ্রিছ, মোঃ জহির হোসেন, আশরাফুল আলম লিটন, সাবেক ফুটবলার ও কোচ সাইদুল আলম বুলবুল এবং মহসিন সাজু। খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার মহসিন আলী বাদশা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের ৩৫ বছর উপলক্ষ্যে যারা ক্রীড়াক্ষেত্রে ও সমাজে বিশেষ অবদান রেখেছেন তাদেরকে মনোগ্রামখচিত মগ প্রদান করা হয়। টুর্নামেন্টের সেরা সুশৃঙ্খল দল আবুল বশর স্মৃতি সংসদ, অংশগ্রহণকারী মরহুম নুরুল ইসলাম, মরহুম ঠান্ডা মিয়া ও মরহুম আলী আহমদ স্মৃতি সংসদকেও ট্রফি প্রদান করা হয়।