মীর মোহাম্মদ ছাওবান হাবীবের ইন্তেকাল

1

চট্টগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা থানাধীন মধ্যম বারখাইন নিবাসী ঐতিহ্যবাহী মীর বাড়ির- মীর মোহাম্মদ হাবিবুর রহমান ও আতিকা বেগম এর পুত্র, হাজী মোহাম্মদ মীর আহমেদ প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য, মীর মোহাম্মদ ছাওবান হাবীব (প্রকাশ- হামেদ) (৩১) বছর বয়সে গত ১৭ নভেম্বর ভারতের ব্যাঙ্গালুরু নারায়ণা মজুমদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি পিতা-মাতা, বড় দুই ভাই, ছোট বোন সহ অসংখ্য গুন গ্রাহী আত্বীয়-স্বজন রেখে যান। ২০ই নভেম্বর’ ২০২৪ ইংরেজি, রোজ বুধবার, মরহুমের নিজ গ্রামের বাড়িতে আনোয়ারা বাদামতলস্থ মধ্যম বারখাইন ঐতিহ্যবাহী আমীর বিবি জামে মসজিদে সকাল ১০ ঘটিকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। বিজ্ঞপ্তি