মীরসরাই সমিতি ইউএই’র প্রতিষ্ঠাবার্ষিকী

1

আরব আমিরাত প্রবাসি বাংলাদেশিদের মানবিক সহায়তাভিত্তিক সংগঠন মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৩ ফেব্রæয়ারি দুবাইয়ের আজমান আল শামসি ফার্ম হাউজে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ২০১৬ সালে দুবাইয়ে প্রতিষ্ঠা করা হয় মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। প্রবাসীদের মানবিক সহায়তার উদ্দেশ্যে গড়ে তোলা এই প্রতিষ্ঠান পেরিয়ে এলো ৯ বছর। নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোষণা করা হয় নতুন কমিটির সদস্যদের নাম। অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক মোহাম্মদ ছালাহ উদ্দিন হেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মীরসরাই সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজাহার উল্লাহ মিয়া, সাবেক সভাপতি নুরুল আলম, উপদেষ্টা গিয়াস উদ্দিন, উপদেষ্টা মো. মোরশেদ, উপদেষ্টা মো. আবু সাঈদ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, বর্তমান সভাপতি মো. নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন আসিফ প্রমুখ। নতুন কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে মো. নুরুল আনোয়ারকে সভাপতি ও সাইফুল ইসলাম সাঈফকে সাধারণ সম্পাদক এবং নুর উদ্দিন আসিফকে সাংগঠনিক সম্পাদক করে ১৯৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সাবেক সভাপতি সাইফুল ইসলামকে প্রধান পৃষ্ঠপোষক করে ৬ জনের পৃষ্ঠপোষক কমিটি নির্বাচিত করা হয়। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মাজহার উল্লাহ মিয়াকে প্রধান উপদেষ্টা করে ২২ জনের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল প্রীতিভোজ, ছেলে মেয়ে ও বড়দের ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা।-ইউএই প্রতিনিধি