মীরসরাই এডুকেশন সোসাইটি-চট্টগ্রাম’র শিক্ষাসামগ্রী বিতরণ

1

মীরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম’র উদ্যোগে মীরসরাই উপজেলার ৭টি ইউনিয়নের বন্যা কবলিত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রোববার দিনব্যাপী এসব শিক্ষা সামগ্রী বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট হস্তান্তর করেন সোসাইটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, মিরসরাই এডুকেশন সোসাইটি-চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ওমর ফারুক, প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন আরিফ, উপদেষ্টা মহিউদ্দিন ওসমানী, লাইফ মেম্বার গোলাম মর্তুজা মিন্টু, এটিএম রিদোয়ান বারি,এস এম আশ্রাফ হোসেন, জাগ্রত প্রতিভার সেক্রেটারি গোলাম মূর্তুজা, উদয়ন ক্লাবের সেক্রেটারি মো. শাহীন প্রমুখ। বক্তারা বলেন, সোসাইটির জন্মলগ্ন থেকে মেধাবী শিক্ষার্থীসহ সর্বস্তরের শিক্ষার্থীদের মাঝে মিরসরাই এডুকেশন সোসাইটি পাশে রয়েছে। বিশেষ করে অনেক শিক্ষার্থী খুঁজে পেয়েছে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা। বিজ্ঞপ্তি