গাজায় ইসরায়েল-হামাসের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের জন্য মিসরে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার কায়রোতে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে ইসরায়েলের কর্মকর্তারা কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ শনিবার শেষ হবে। দ্বিতীয় ধাপের জন্য জোর তৎপরতা চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার লক্ষ্য হলো যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করা, গাজায় থাকা জীবিত জিম্মিদের মুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত, স্টিভ উইটকফ আলোচনায় যোগ দিতে পারেন।
ইসরায়েলের মতে, বর্তমানে গাজায় ৫৯ জন বন্দি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে বিশ্বাস করা হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা সে বিষয়ে সরকার নিশ্চিত নয়।