নিজস্ব প্রতিবেদক
নগরীর পাঁচলাইশ থানার মির্জা খাল থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে মির্জারপুলের নিচ থেকে ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনুমানিক ২৩ বছরের ওই তরুণের পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, মির্জারপুলের নিচে বসে নিয়মিত ড্যান্ডি সেবন করে একদল তরুণ। ড্যান্ডি সেবনের জন্য ছিনতাইসহ নানা অপরাধে জড়িত পথশিশুসহ ওই তরুণরা। ছিনতাইয়ের টাকা বা ড্যান্ডি ভাগাভাগি নিয়ে দু’পক্ষের ঝগড়া থেকে এ হত্যার ঘটনা ঘটতে পারে।
পাঁচলাইশ থানার এসআই নুরুল আমিন জানান, ড্যান্ডি সেবনকারী তরুণদের দু’পক্ষের মধ্যে মারামারিতে এক তরুণ আহত হয়ে খালে পড়ে রয়েছে; স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে ওই তরুণকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানও চলছে।