মিরসরাই বিএনপির ৩ ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

1

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মিরসরাই উপজেলা আহব্বায়ক কমিটি, মিরসরাই পৌরসভা আহব্বায়ক কমিটি ও বারইয়ারহাট পৌরসভা আহব্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহব্বায়ক গোলাম আকবর খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিগুলো বিলুপ্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় পুনর্গঠন কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
দলের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এই তিন ইউনিট কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।