মিরসরাই কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

4

মিরসরাই প্রতিনিধি

উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী মিরসরাই কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে কলেজ প্রাঙ্গণে ১২ টি ইভেন্টে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপাধ্যক্ষ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক উত্তম কুমার চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ইকবাল হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক জহুরুল হক, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক স্বপন চন্দ্র বৈদ্য, জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক বরুন কান্তি সাহা, রসায়ন বিভাগের প্রভাষক সুলতানা ইয়াসমিন, ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক সাইফুল হক সিরাজী, আইসিটি বিভাগের প্রভাষক মোস্তাকিম আহমেদসহ অন্যন্য বিভাগের অধ্যাপকবৃন্দ। খেলাধুলায় ১২ টি ইভেন্টে ৩৬ জনকে পুরস্কৃত করা হয়।