মিরসরাইয়ে ২০ শয্যা বিশিষ্ট বিএম হাসপাতাল উদ্বোধন

4

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে উন্নত প্রযুক্তি ও বিশ্বমানের সেবার প্রত্যয়ে ২০ শয্যার বিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বারইয়ারহাট কলেজের পূর্ব গেইটে চালু হওয়া বিশেষায়িত এই হাসপাতালের উদ্বোধন করেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আলোচনা পর্ব শুরু হয় বিএম হাসপাতালের নির্বাহী পরিচালক আবদুল গফুরের সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিচালক ডা. ওচমান গনি ভ‚ঁইয়া রাহাতের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক।
উপস্থিত ছিলেন- বারইয়ারহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রসুল আহমদ নবী, করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মহি উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, হাসপাতালের ডিএমডি আবদুল হাই, ফরিদ উদ্দিন, কাউছার আহমেদ, জাফর আহমেদ, আবদুল হক চৌধুরী রায়হান, জাহাঙ্গীর আলম, শিহাব উদ্দিন হাজারী, সিদ্দিকী মোরশেদ ইউসুফ, আবু তৈয়ব, ডা. আশ্রাফুল আলম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হারুন, সফিউল আলম, ডা. আরিফ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।
বিএম হাসপাতালের পরিচালক আবদুল হক চৌধুরী রায়হান বলেন, উত্তর চট্টগ্রামে এই প্রথম পূর্ণাঙ্গ এনআইসিইউ, পিআইসিইউ সম্পন্ন হাসপাতাল হয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক কমপ্লেক্স এবং নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার। প্রতিদিন ৩ জন অভিজ্ঞ মেডিসিন, গাইনি ও শিশু ডাক্তারের সমন্বয়ে বিশেষায়িত জরুরি বিভাগ, সিআর্ম মেশিনের মাধ্যমে জটিল অর্থোপেডিক্স অপারেশন, সেমি মডিউলার অপারেশন থিয়েটার, সেন্ট্রাল পেশেন্ট মনিটরিং সিস্টেম, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, ডাবল ডিআর ৫০০এমএ ফ্লুরোস্কোপিক এক্স-রে, আমেরিকা থেকে আমদানিকৃত ভলুসন আল্ট্রাসাউন্ড, ১২ চ্যানেল ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ই.সি.জি), ৪ডি কালার ইকো কার্ডিওগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, নিয়মিত ডেন্টাল চেম্বার, সর্বাধুনিক কম্পিউটারাইজড ল্যাবরেটরি, সম্পূর্ণ অটো হরমোন মেশিন, অনলাইন রিপোর্টিং সিস্টেম, সার্বক্ষণিক অটো জেনারেটর সার্ভিস, উন্নত মানের ফায়ার সেফটি ব্যবস্থা, মানসম্মত ও সাশ্রয়ী ক্যাফেটেরিয়া, ২৪ ঘন্টা ফার্মেসি সুবিধাসহ আইসিইউ এম্বুলেন্স সার্ভিস।