মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রীর চিকিৎসার্থে বিভিন্ন সংগঠন

34

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত স্কুল ছাত্রী নাসরিন সুলতানা ইমার চিকিৎসার্থে এগিয়ে এসেছেন মিরসরাইয়ের বিভিন্ন সংগঠন ও মানবাধিকার কর্মীরা। গত ১৬ জুলাই আহত ইমার পরিবারের হাতে চিকিৎসার অর্থ প্রদানের পাশাপাশি একটি ব্যাটারি চালিত অটোরিক্সা প্রদান করা হয়। উক্ত অনুদান প্রদানকালে সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির সভাপতি নুরুল আলম, বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন। কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, আহত ইমার চিকিৎসা ব্যায়ে প্রবাসী ও দেশীয় সংগঠনের পাশাপাশি সমাজসেবীরা এগিয়ে এসে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যার ফলে আমরা ৬ লক্ষ টাকার মত অনুদান সংগ্রহ করতে সক্ষম হই। ফলে আহত ইমার চিকিৎসা বাবদ ১ লাখ ৫০ লক্ষ টাকা খরচ হওয়ায় বাকি ৪ লক্ষ টাকা ইমার নামে ৭ বছর মেয়াদী এফডিআর করেছি এবং বাকি টাকায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ক্রয় করে দিয়েছি। সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির সভাপতি নুরুল আলম বলেন, মিরসরাইয়ের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ফখরুল ইসলাম খান (সিআইপি), সাইফুল ইসলাম, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সংযুক্ত আরব আমিরাত জাতীয়তাবাদী ফোরাম, কুয়েত মিরসরাই জনকল্যাণ সমিতি, কুয়েত বৃহত্তর চট্টগ্রাম সমিতি, ব্যবসায়ী ইমরুল আলম ও ছাত্রসমাজের কাছে আমরা কৃৃৃতজ্ঞ যারা এমন মানবতাবাদী কর্মে আমাদের সহায়তা করেছেন।