মিরসরাইয়ে আনন্দবাজার ফ্রেন্ডশিপ ফুটবল শুরু

53

মিরসরাইয়ে আনন্দবাজার যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ আনন্দবাজার ফ্রেন্ডশীপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গত ১৩ মার্চ বিকালে আনন্দবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলা উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সদস্য রাজিন মাহমুদ চৌধুরী লেলিন ও আমজাদ হোসেনের যৌথ সঞ্চালনায় এবং ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সাবেদুর রহমান সুমু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, জহির উদ্দিন ফরাজি, আরিফ মাহমুদ চৌধুরী, সাইফুল ইসলাম, আবদুল মোনায়েম খান দুলাল, মীর আলম মাসুক, মিরসরাই সচেতন নাগরিক কমিটির সভাপতি জাফর আহম্মদ খোকা, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সাবেক সভাপতি আলী আহসান প্রমুখ।
এবারের টুর্নামেন্টে মিরসরাই, সীতাকুন্ড, রাউজান, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার ৮ টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় মিরসরাইয়ের মুহুরী প্রজেক্ট অভিনন্দন ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে ফেনী সদর উপজেলার চর কালিদাস মৎস্য সমিতিকে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় অভিনন্দন ক্লাবের মনির।