মিরসরাইয়ে ৩১ দফার লিফলেট বিতরণে বাধা সাংবাদিক লাঞ্ছিত

0

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীদের বিরুদ্ধে। তারা উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরীর কর্মীদের হুমকি-ধমকি ও কট‚ক্তি করে তাড়িয়ে দেন। গতকাল বুধবার সকালে করেরহাট বাজারে শাহীদুল ইসলাম চৌধুরী গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণকালে এই ঘটনা ঘটে।
এসময় পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল এস’র মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিন ও দৈনিক ইনকিলাবের মিরসরাই প্রতিনিধি ইমাম হোসেনকে লাঞ্ছিত করা হয়। এছাড়া নাছির উদ্দিনের পকেটে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, মিরসরাইব্যাপী পদযাত্রা ও ধানের শীষের পক্ষে গণসংযোগের অংশ হিসেবে সকালে করেরহাটে আমার কর্মসূচি ছিল। আমার গণসংযোগে বিপুল জনসমাগম দেখে ঈর্ষান্বিত হয়ে একদল বিপথগামী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে লিফলেট বিতরণে বাধা দেয় এবং হামলা করে। আমি শান্তিপ্রিয় মানুষ, পরিস্থিতি শান্ত রাখতে আমরা কর্মসূচি স্থগিত করি। আমরা চাই প্রশাসন দ্রæত কার্যকর ব্যবস্থা নিবে তাদের বিরুদ্ধে।
করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজান বলেন, করেরহাট বাজারে প্রতি রবিবার ও বুধবার ধানের শীষের পক্ষে আমাদের কর্মসূচি থাকে। এই বুধবারও সকাল ১০ টায় আমাদের কর্মসূচি ছিল। শাহীদুল ইসলাম চৌধুরী ভাইয়ের কর্মসূচি ছিল আমরা জানতাম না। যদি আমাদের আগে বলতো, তাহলে আমাদের কর্মসূচি পিছিয়ে দিতাম। উভয় পক্ষের কর্মসূচি একসঙ্গে হওয়ায় কর্মীদের মধ্যে একটু বাকবিতন্ডা হয়েছে। এর চেয়ে বেশি কিছু না।