মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের পথসভা

1

মিরসরাই প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিরসরাইয়ে পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মিরসরাই পৌরসদরে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিমের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে এসএম জিলানী বলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা ফ্যাসিবাদকে চিরতরে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মাঝে ঘাপটি মেরে রয়েছে।’ দলীয় নেতাকর্মীদের সতর্ক করে স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী বলেন, ‘আপনাদের সতর্ক করে দিয়ে বলতে চাই ৭১ এবং ৭৫ এর পরাজিত শক্তিরা আজকে আমাদের মধ্যে ঢুকে নানাভাবে উদ্বুদ্ধ করবে, প্রলুব্ধ করবে অন্যায় কাজ করার জন্য। আমাদের সাবধান থাকতে হবে, প্রতিটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সর্তকতার সাথে।
পথসভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক হাসান খান, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচএম রাশেদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব আকবর আলী, যুগ্ম আহব্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, আলা উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। পথসভা শেষে মিরসরাই পৌরসদরে বিভিন্নস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
একই দিন সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌরসভায়ও পথসভা করেন দলটির নেতৃবৃন্দ।