মিরসরাইয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১২ ফেব্রæয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, জেবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫৩ তম শীতকালীন প্রতিযোগিতার ৪৩ টি ইভেন্টে এবং ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র বিতরণ করা হয়।