মিরসরাইয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রুবেল (২৯)। গত রবিবার রাতে জোরারগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। সে উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেহেদীনগর গ্রামের মৃত গোলাম রহমানের পুত্র। ধর্ষণের শিকার সাড়ে ৫ মাসের অন্তঃসত্বা ওই কিশোরী (২৭) পেশায় শ্রমিক।
পুলিশ সূত্রে জানা যায়, দুঃসম্পর্কের আতœীয়তার সূত্রে ওই কিশোরী চলতি বছরের ২০ মার্চ রুবেলের বাড়ীতে বেড়াতে গেলে সেখানে রাত্রিযাপন করেন। ওই রাতে রুবেলের মা ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১১টার সময় ওই কিশোরীকে রুবেল সুকৌশলে তার শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তারপর থেকে আসামী কিশোরীর সাথে নিয়মিত মোবাইলে যোগাযোগ রাখে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৫ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের বাড়ীতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে গিয়ে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সে সাড়ে ৫ মাসের অন্তঃসত্বা। এই ঘটনায় কিশোরী বাদি হয়ে জোরারগঞ্জ থানায় গত ২৯ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার (মামলা নং-১৪) দায়ের করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মামলা রুজুর পর জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।