মিরসরাইয়ে বাড়তি মূল্য নেওয়ায় জরিমানা

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। গতকাল সোমবার বিকেলে উপজেলার বড়তাকিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৩টি দোকান মালিককে তিনটি পৃথক মামলায় ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদানপূর্বক আদায় করা হয়। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মিরসরাই উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, গত ১ মার্চ উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে তিন দোকান মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরদিন ২ মার্চ একই অপরাধে উপজেলার করেরহাট বাজারের তিনটি দোকান মালিককে জরিমানা করা হয়।