মিরসরাইয়ে বলাকাপুকুর জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের বলাকাপুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ১ম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ম্যান্স হ্যাভেন। বুধবার বিকেলে ফাইনালে তারা হারিয়েছে করিম এন্টারপ্রাইজকে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হায়দারের সার্বিক তত্বাবধানে বলাকাপুকুর সংলগ্ন মাঠে আয়োজিত ফাইনাল খেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হোসেন, যুগ্ম-আহবায়ক নুরুল আবছার, হারুন উর রশীদ, আইনুল কবির আলো, মাঈনুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফছার, ধুম ইউনিয়ন যুবদলের আহবায়ক ইকবাল হোসেন হকসাব, এম.এ.হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলী হায়দার টিপু, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন প্রমুখ।
টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হন আরিফ হোসেন, সেরা ফিল্ডার অনিক, সেরা ব্যাটসম্যান ইমাম হোসেন, ম্যান অব দ্য সিরিজ মারুফ।