মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ৬দিনব্যাপী ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা অনুষ্ঠানে আরিয়ান ট্রেডার্স ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (২৬ মে) বিকেলে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর টাইব্রেকারে আরিয়ান ট্রেডার্স ৪-৩ গোলের ব্যবধানে মিরসরাই যুব স্পোর্টস একাডেমী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদলের মেহেদী হাসান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মিরসরাই থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জাফর উদ্দিন, ফুটবল উৎসবের আয়োজক কমিটির অন্যতম সদস্য আবু নছর প্রমুখ।
উৎসবে উপজেলার ৯৬ জন ফুটবলার লটারীর মাধ্যমে ৬টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। গত ২০ মে থেকে খেলা শুরু হয়ে আজ ২৫ মে ফাইনাল খেলার মাধ্যমে উৎসবের শেষ হয়।