মিরসরাইয়ে পাহাড়ি খাদে পিকআপ নিহত ১

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মুরগিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেলে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৪ মে) রাত ৯ টায় উপজেলার নারায়নহাট-মিরসরাই সড়কের ছয়বাইয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রফিক (৩৫)। আহতরা হলেন, অনিক (৩২), বাচা (২৯) ও হৃদয় (২৫)। হতাহত সবার বাড়ি হাটহাজারী ও ফটিকছড়ি থানা এলাকায়।
জানা গেছে, ফটিকছড়ি থেকে পাহাড়ি সড়ক দিয়ে মিরসরাই সদরের দিকে আসছিল একটি মুরগিবাহী পিকআপ।এটি ছয়বাইয়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
মিরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ শাফায়াত হোসেন বলেন, ‘পাহাড়ের খাদে পিকআপ পড়ে গিয়ে একজন মারা গেছেন। আহত তিন জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতাল ও মাতৃকা হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।’