মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আমিনুল হকের পুত্র এবং নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মিরসরাই থানাধীন বড়তাকিয়া বাজার থেকে সাইদুল হককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’