মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাইক আরোহী নিহত

0

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই যুবকের। এই ঘটনায় আহত হন আরো একজন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় গ্রামের বাবুল মিয়ার বড় ছেলে রাসেল উদ্দিন (২৮) এবং একই গ্রামের মৃত সাইফুল আলম ফকিরের ছেলে শাহীন আলম (১৮)। রাসেল বিএসআরএম কারখানার ড্রাম ট্রাক চালক। আহত মোহাম্মদ ইউসুফও বিএসআরএম কারখানায় কর্মরত।
স্বজন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেলসহ তিনজন মোটরসাইকেলেযোগে (চট্ট মেট্টো-ল ১৬-৫১৮৯) ফেনীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিঁটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান এবং অপর দুই জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শাহীন আলমও মারা যান। আহত ইউসুফ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা নীরিক্ষা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে’।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যায়। আরেক জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অন্যজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে’।