মিরসরাই প্রতিনিধি
একদিনের ব্যবধানে আরো একটি মরদেহ উদ্ধার হয়েছে মিরসরাই উপজেলায়। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এর আগে গত সোমবার উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে রাবেয়া বেগম (৭৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ। এনিয়ে একদিনের ব্যবধানে ২টি মরদেহ উদ্ধার করলো পুলিশ।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে বড়দারোগাহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ডোবায় বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই বৃদ্ধের পরিচয় মিলেনি। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।