মিরসরাই প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও জুলাই হত্যাকান্ড এবং শেখ হাসিনার বিচারের দাবিতে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ১ নভেম্বর বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে মিরসরাই পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।
মিরসরাই পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও মিরসরাই কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌর বিএনপি নেতা রফিকুল ইসলাম পারভেজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, খায়ের উল্ল্যাহ, ইকবাল হোসেন, শেখ আহম্মদ, হারুন উর রশিদ, আকবর বাদশা, শাহ আলম, পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, বিএনপি নেতা নজরুল ইসলাম, মোশারফ হোসেন, সফিউল আলম লাতু, ফখরুল ইসলাম, রাজীব কুমার সিংহ, এএইচএম শাহরিয়ার, জেবল হক কেরানী, আবু তাহের, নিজাম উদ্দিন বেন্টু, ইমরান হোসেন ইরান, মহিলা দল নেত্রী মৌসুমী, আবেদা সুলতানা প্রমুখ।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও রায় বাতিল এবং জুলাই হত্যাকান্ডে জড়িত শেখ হাসিনাসহ সকলের বিচারের দাবিতে মিরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মিরসরাই পৌর সদরে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন সোহাগ, আমজাদ হোসেন জিহান, সহ-প্রশিক্ষণ সম্পাদক ফিরোজের রহমান শাকিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর উদ্দিন রাজু, সাখাওয়াত হোসেন, রবিউল হোসেন, মো. পারভেজ, সাখাওয়াত হোসেন সোহাগ, সৌরভ হোসেন আকাশ, রফিকুল ইসলাম, মো. জনি, সাইফুল ইসলাম দুলাল, তামিম হোসেন, আলী হায়দার সজীব, হৃদয়, আজিম, আইনুল হাসান, সৈকত আলী, মাসুম মুনিম প্রমুখ।