মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধুর মৃত্যু

1

মিরসরাই প্রতিনিধি

রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিদারুল আলমের পুত্র আরাফাত হোসেন (১৮), আবু তাহেরের পুত্র আনিসুর রহমান (১৮), জিয়াউর রহমানের পুত্র রিয়াজ উদ্দিন (১৮)। তারা সবাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। নিহতরা বিএসআরএম স্টিল মিল কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম ইমন বলেন, নিহত ৩ তরুণ তাদের বাড়ির নিকটবর্তী বিএসআরএম স্টিল মিলে কাজ করতো। রাতে তারা রেললাইনে বসে আড্ডায় মশগুল থাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন। নিহতরা সবাই সমবয়সী এবং একসাথেই চলাফেরা করতো। এক সাথে ৩ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক এরশাদ উল্ল্যাহ বলেন, স্থানীয় কয়েকজন ৩ তরুণকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেছি। তবে তারা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন কিনা সেবিষয়ে নিশ্চিত হতে পারেন নি। তিনি আরো বলেন, যারা ওই তরুণদের হাসপাতালে নিয়ে এসেছেন তারাও জানায়নি তাদের কি সমস্যা হয়েছিল। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত নই রেলের আঘাতে মৃত্যু হয়েছে কিনা। কিভাবে নিহত হয়েছে সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রায় শতাধিক লোকজন এসেছিল। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে যায়। তারা ডেথ সার্টিফিকেটও নেয়নি। পরবর্তীতে হাসপাতালে পুলিশ এসেছিল।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে তিন জন মারা যাওয়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে তাদের না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও তাদের লাশ পাওয়া যায়নি। পরে নিহতদের বাড়িতে গিয়ে লাশের সন্ধান পান। জিআরপি পুলিশ ও জোরারগঞ্জ থানা পুলিশ নিহতদের বাড়িতে অবস্থান করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, নিহত তিন যুবক পেশায় গাড়ির হেলপার (সহকারী)। তারা রেললাইনের ওপর আড্ডা দিচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ট্রেন আসার বিষয়টি তারা খেয়াল করেননি।