মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং ওচমানপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত দিবা-রাত্রি ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ওচমানপুর নূরীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী এই টুর্ণামেন্টে ওই ইউনিয়নের ৮ টি দল অংশগ্রহণ করে। খেলার ফলাফলে ৯ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন এবং ৬ নং ওয়ার্ড রানার্সআপ হয়। ওচমানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইন চৌধুরীর সার্বিক তত্বাবধানে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলা উদ্দিন শিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে একদিকে আমাদের শারিরিক গঠন অন্যদিকে আমাদের বিনোদনের সুন্দর আয়োজন হয়। আমাদের যুবসমাজের অবক্ষয় ও মাদকাসক্ততা থেকে দূরে রাখতে তাদের নৈতিক প্রশিক্ষণ বা আদর্শিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে। তাদের সঠিকভাবে বেড়ে উঠার জন্য খেলাধূলার প্রয়োজন রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফজলুল করিম, সমাজকল্যাণ সম্পাদক মাষ্টার নুর সালাম, মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন, ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল মোতালেব, বায়তুলমাল সম্পাদক ডা. এমদাদুল হক, ব্যবসায়ী ফারুক হোসেন, ওচমানপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারী ইমাম হোসেন, বায়তুলমাল সম্পাদক ইউসুফ করিম প্রমুখ। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় ফাহাদ এবং সেরা বোলার নির্বাচিত হয় রিফাত।