মিরসরাইয়ে চাঁদাবাজি মামলায় যুবক গ্রেপ্তার

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে চাঁদাবাজির মামলায় রিয়াজ কামাল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, তিনি গত ১৮ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শাহাদাত হোসেন শাকিলকে মারধর এবং চাঁদা দাবি করেন। এ ঘটনায় শাকিল বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, রিয়াজকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। গত ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়। তার বিরুদ্ধে আরও অপরাধ তদন্ত করে দেখা হচ্ছে।