মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম কোর্টে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ হামলা ও ভাংচুরের প্রতিবাদে মিরসরাই উপজেলার বারইয়ারহাটে তৌহিদী জনতার ব্যানারে ইসকনবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাতে বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় অনুষ্ঠিত সমাবেশ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহমদ হাসান আল জাবের, মাওলানা মঞ্জুর এলাহী সৈকত, মাওলানা মোহাম্মদ হাসান, মাওলানা জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তাহমিদ খান। সমাবেশে বক্তারা চট্টগ্রাম কোর্টে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ হামলা ও ভাংচুরের বিচারের দাবি করেন এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান।