মিরসরাইয়ে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

1

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুর কাশেমকে (৩৪) গ্রেপ্তার করা হয়। নুর কাশেম কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়াপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সোনাপাহাড় এলাকায় মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে নুর কাশেমকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকাগামী বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এসময় তাকে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ১টি লাল কস্টেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।