মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের চুরির মালামালসহ আটক ২

1

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানায় চুরি হওয়া মালামালসহ দুই জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ২৭ জানুয়ারি রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমতাবাদ গ্রামের সওদাগর বাড়ির আবুল কালামের পুত্র সাইফ চৌধুরী (২২) ও জহির উদ্দিন ভূঁইয়া বাড়ির জেবল হকের পুত্র জিসান (২০)।
জানা গেছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দায়িত্বে থাকা জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি বৈদ্যুতিক মোটর উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কারখানার চুরি একটি বৈদ্যুতিক মোটরসহ দুই জনকে আটক করা হয়েছে। গত ২৩ জানুয়ারি অর্থনৈতিক অঞ্চলের এনডি নামের একটি কারখানার মালামাল চুরি হওয়ার মামলায় আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।