মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে সংরক্ষিত বনের ভেতর অভিনব পদ্ধতিতে পাহাড়ের মাটি বিক্রি করছে বড় একটি চক্র। তারা পাহাড়ের চ‚ড়ায় পানি দিয়ে পাহাড় ধ্বসিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু সংগ্রহ করে তা বিক্রি করে আসছিল। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের করেরহাট রেঞ্জের সদর বিটে এই খবরে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ এই অভিযানে সংরক্ষিত বনে বালু উত্তোলনের অপরাধে ৬টি ড্রেজার মেশিন ও ৬০০ ফুট পাইপ সম্পূর্ণ ধ্বংস করা হয়।
জানা যায়, করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার দক্ষিণ ঘেড়ামারা চিকনছড়া ও লক্ষীছড়া এলাকায় একটি চক্র পাহাড় কেটে ব্যাপকভাবে পানি মেরে পাহাড়ের মাটি নরম করে তা ধ্বসিয়ে সেখানে ড্রেজার মেশিন বসিয়ে বালু সংগ্রহ করে তা বিক্রি করার ব্যবসা করে আসছে। চক্রটি সংরক্ষিত বনের ভেতরে ড্রেজার মেশিন বসিয়ে পাইপ দিয়ে পাহাড়ের চ‚ড়ায় পানি ঢেলে মাটি ধ্বসিয়ে তা থেকে বালু উত্তোলন করে তা বিক্রি করে কোটি টাকার অবৈধ বাণিজ্য করছে। এতে করে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম এবং বন বিভাগের নেতৃত্বে অভিযানের সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৬০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। বালু উত্তোলন কাজে জড়িতরা খবর পেয়ে আগেই ঘটনাস্থল ত্যাগ করায় তাদের আটক করা সম্ভব হয়নি।
করেরহাট সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদ বলেন, অভিযানের সময় আসামি শনাক্ত হলে পিওআর বন মামলা করা হবে। মামলার আলামত হিসেবে ড্রেজারের অংশ বিশেষ সংরক্ষণ করা হয়েছে। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ সহায়তা করে।