মিরসরাইয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে অজ্ঞাত মহিলার (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে উপজেলার ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়নের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে থেকে লাশটি উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, গত মঙ্গলবার রাতে মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে থেকে লাশটি দেখে এলাকাবাসী জানান। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে এখনো ওই মহিলার পরিচয় মিলেনি। সুরতহাল রিপোর্টে লাশের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।