মিরপুরে শিক্ষার্থীদের অবস্থান

2

স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসানের বিদায়ী টেস্টকে কেন্দ্র করে বিস্তর আলোচনা। বৃহস্পতিবার রাতেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু নিরাপত্তা শঙ্কায় সাকিব জানিয়ে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে দেশ ফিরছেন না তিনি।
তার ঘোষণার পরও মিরপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থামেনি। একদল শিক্ষার্থীদের দেখা গেলো, যারা মিরপুর স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে সাকিবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। বিসিবি সভাপতি বরাবর স্মারকলিপি দিতে এসেছেন বলে জানিয়েছেন তারা।
শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্টেডিয়ামের ফটকের সামনে অবস্থান করছেন। প্ল্যাকার্ড লেখা ছিল, ‘আমার ভাই কবরে, সাকিব কেন বাহিরে।’ আরও লেখা সাকিব, ‘তুমি মিরপুরের পিচ চিনতে পারো, কিন্তু আমরা রাজপথ চিনে বড় হয়েছি।’ শুধু তাই নয়, সাকিবকে নিয়ে অনেক স্লোগানও হয়েছে।
এদিকে, আধাঘণ্টা অপেক্ষার পর স্টেডিয়ামে প্রবেশ করে ৫ জনের সমন্বয়ক একটি দল। এই দলে একজন নারীও ছিলেন। তাদের একজন বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে এসেছি। সাকিবকে আমরা মিরপুরে দেখতে চাই না। তার অবস্থান হওয়া উচিত জেলে। আওয়ামী লীগের দোসর হিসেবে তার শাস্তি পাওয়া উচিত।’
স্মারকলিপি প্রদান করে এসে আল মাসনুর নামের এক সমন্বয়ক জানিয়েছেন, সাকিবকে বাদ দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছেন তারা। যদি সাকিবকে দল থেকে বাদ দেওয়া না হয়, সেক্ষেত্রে মিরপুর বøকেডের হুমকি দিয়েছেন তারা।