মিয়ানমারে বন্যা ও ভূমিধসে মৃত্যু দুইশ ছাড়িয়েছে

1

টাইফুন ইয়াগির প্রভাবে ভারি বৃষ্টিতে মিয়ানমারজুড়ে ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে। আরও প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার। টাইফুনের প্রভাবে মিয়ানমারের বিভিন্ন গ্রামে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২২৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি।
পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুর দিকে উত্তর ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড ও মিয়ানমারের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড় এখন পর্যন্ত ওই অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।